শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
দীর্ঘদিন রান খরায় সাকিব - শান্ত। ভারত টেস্টই তারা কি করবে।
সাকিব ও শান্ত তাদের দীর্ঘদিন ধরে তারা ম্যাচে ভালো করতে পারছে না। তারা দুইজন ভালো করে ৫০ রান নিতে পারে না। তবে তারা বলছেন, খেলার জন্য তাদের প্রস্তুতি ভালোই চলছে। তারা নিজেদের পারফরম্যান্স নিয়ে কোন চিন্তিত নেই বলেন অধিনায়ক সাকিবুল হাসান। শান্ত ও সাকিবুল হাসানের পরিস্থিতি একই তা কোন রান নিতে পারেনা কিন্তু ব্যাটিংয়ের সময় তারা গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন । এক ম্যাচে নয় উইকেট নিয়েছেন সাকিব কিন্তু সেই ম্যাচে তিনি দুই ইনিংস মিলে করেছে ১২ রান। তেমনি তিনি পাকিস্তানের বোলিং এ ভালো করেছেন কিন্তু ব্যাটিংয়ে খারাপ করেছেন। চলতি বছরে সাবেক অধিনায়ক সাকিবুল হাসান কোনো ভালো করে যাচ্ছে না। ৭ বছর আগে টেস্টের সেঞ্চুরি পাওয়ার সাকিব ১৭ বছর টেস্ট ক্যারিয়ারে এ থেকে বাজে ভাবে খেলেছেন এক ম্যাচে।
শান্ত অবস্থা খুব খারাপ লাস্ট ৯ ম্যাচের মধ্যে একটা তো সে ফিফটি করতে পারেনি। লাস্ট চার টেস্ট ম্যাচে সে শুধু ৯০ রান করতে পেরেছে। শান্ত যখন সংবাদকর্মীর কাছে বলে যে তার নিজের ব্যক্তিগত লক্ষ্য হলো যে বাংলাদেশ জিতোক এবং তার ইচ্ছা যে সে একজন ব্যাটসম্যান হিসেবে যে ভালো করা দরকার ছিল সেই তার জন্য প্রিপারেশন নিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment