সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

খেলার খবর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শীতের সকাল এবং শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে।

 শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়।  শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সর্দি ও কাশি হওয়া  ২/ গলায় কফ হওয়া  ৩/ নাক দিয়ে পানি পড়া  ৪/ হাতের চামড়া উঠে যাওয়া  ৫/ ঠোঁট ফেটে যাওয়া  ৬/ চুল কানি রোগ হওয়া  ৭/ হাত পা ব্যাথা হওয়া  এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সচেতন হওয়া  ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা  ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা

ভারতের সংবাদকর্মী সাকিবুল আল হাসান ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা শুনে অবাক হয়ে গেছে তারা।

ভারতের সংবাদকর্মী সাকিবুল আল হাসান ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা শুনে অবাক।  ভারতের সংবাদকর্মী সাকিবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা শুনে অবাক। তারা বলে সাকিব হলো বিশ্বব্যাপী জনপ্রিয় একজন খেলোয়াড়। তার মাধ্যমে বাংলাদেশ অনেক ক্রিকেট ম্যাচ জিতেছে এবং তার খেলা দেখার জন্য অনেক মানুষরা বাংলাদেশ থেকে আসে বিভিন্ন দেশে ম্যাচ দেখার জন্য। তার এই অবসর নেওয়ার কথা শুনে অবাক বলেন ভারতের সংবাদকর্মীরা।  ভারতের সংবাদকর্মীরা এটাও বলে যে তার পরিবর্তে অন্য একজনকে আনার জন্য অনেক কষ্ট হবে বলেন তারা। কারণ তার বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে যে অবদান রয়েছে তার পরিবর্তে অন্যজনকে আনা বা তার এই জায়গাটা পূরণ করাটা এত সহজ নয়।  যখন সংবাদ সম্মেলন সাকিব বলেন তিনি ক্রিকেট থেকে অবসর নিবে তখন তারা এই কথাটি কোনদিন ভাবতেও পারছিল না যে এই কথাটি তিনি বলবে। ভারতে সংবাদকর্মীরা বলে সাকিব যে ফিটনেস এবং  তার যে শরীর আছে সে আর দুই বছর খেলতে পারবে এবং তারা এটাও ভাবছিল যে সে তার আগে ফর্মে আসতেছে।  ভারতের সংবাদকর্মীকে যখন জিজ্ঞাসা করা হয় তখন...

এনএসসি নিয়ে অভিযোগের কোন শেষ নেই বলেন ক্রীড়ার উপদেষ্টা আসিব মাহমুদ ।

এনএসসি নিয়ে অভিযোগের কোন শেষ নেই।  ক্রীড়ার উন্নয়নে কোন অবদান আছে কি প্রতিষ্ঠানটি এটা নিয়ে অনেক প্রশ্ন বা অভিযোগ উঠেছে। ক্রীড়া যে আয় করে সেখান থেকে অধিকাংশই কর্মচারীদের বেতনে টাকা ব্যয় হয়। এই বছর ক্রীড়া ৩০ কোটি টাকা আয় করছে কিন্তু সেখান থেকে ১২ কোটি টাকা কর্মচারীদের বেতনের জন্য অর্থ ব্যয় হয়ছে। আসিব মাহমুদ ক্রীড়ার উপদেষ্টা কাছে এনএসসি সম্পর্কে অভিযোগ আসলে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিবেন বলেন। 

সাকিবের অস্ত্রপচার হয়েছে কিন্তু জানেন না হেম্প ও দলের সদস্য।

সাকিবের অস্ত্রপচার হয়েছে কিন্তু জানেন না হেম্প।  চেন্নাই টেস্ট চলাকালীন এক ভাষ্যকার বলে যে সাকিবের হাতে আছে ইনজুরি যা তিনি বলটাকে অনুভব করতে পারছে না। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ কোচিং স্টাফেরা কিছু জানে না। এ ব্যাপারটি শুনে সবাই অবাক যে সাকিবের হাতে ইনজুরি আছে তা নিয়ে।  সাকিব দলের সদস্য না জানিয়ে কেন ভারতের সাবেক স্পিনার বলার মুরালি কার্তিক কাছে বলেন। হয়তো কথাগুলো ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি এখন সাকিবই সমাধান করতে পারেন।  চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শুরুর দিকে ভালো করলেও। কিন্তু সেট হয়ে আউট হয়েছে ২ ওপেনার বেসম্যান সাদমান ও জাকির এবং মুশফিক ও মুমিনুল উইকেট ছুড়ে এসেছেন। ব্যাটিং কোচ হেম্প বলেছেন এমনভাবে বাংলাদেশ ভুল করলে ভারতের সাথে জিততে পারবে না এবং হেম্প এটাও বলে যে সবাই জানে যে ভারত তার নিজ দেশে কতটা ভালো খেলতে পারে কিন্তু তারাও মানুষ তারা ভুল করবে এবং এ ভুলগুলোকে আমাদেরকে সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। তিনি আর বলেন যে আমাদের এভাবে আউট...

বাফুফে নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন।

বাফুফে নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে পদে লড়বেন তিনি। বিকেলে একটি রাজধানী পাঁচ তারকা হোটেলে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় তাকে। এর আগেও ২০২০ সালে বাফুফের নির্বাচনে সভাপতি পথে প্রার্থী হওয়ার জন্য জোর প্রথা চালালেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিল এ ফুটবল সংগঠক। এবার বাফুফের বর্তমানের কাজী সালাউদ্দিন সরে দাঁড়ানো ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরে সে তার প্রার্থীতা ঘোষণা করেন। তার প্রার্থীতা ঘোষণা সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ সাবেক অনেক ফুটবলাররা। 

দীর্ঘদিন রান খরায় সাকিব - শান্ত। ভারত টেস্টই তারা কি করবে।

দীর্ঘদিন রান খরায় সাকিব - শান্ত। ভারত টেস্টই তারা কি করবে। সাকিব ও শান্ত তাদের দীর্ঘদিন ধরে তারা ম্যাচে ভালো করতে পারছে না। তারা দুইজন ভালো করে ৫০ রান নিতে পারে না। তবে তারা বলছেন, খেলার জন্য তাদের প্রস্তুতি ভালোই চলছে। তারা নিজেদের পারফরম্যান্স নিয়ে কোন চিন্তিত নেই বলেন অধিনায়ক সাকিবুল হাসান। শান্ত ও সাকিবুল হাসানের পরিস্থিতি একই তা কোন রান নিতে পারেনা কিন্তু ব্যাটিংয়ের সময় তারা গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন । এক ম্যাচে নয় উইকেট নিয়েছেন সাকিব কিন্তু সেই ম্যাচে তিনি দুই ইনিংস মিলে করেছে ১২ রান। তেমনি তিনি পাকিস্তানের বোলিং এ ভালো করেছেন কিন্তু ব্যাটিংয়ে খারাপ করেছেন। চলতি বছরে সাবেক অধিনায়ক সাকিবুল হাসান কোনো ভালো করে যাচ্ছে না। ৭ বছর আগে টেস্টের সেঞ্চুরি পাওয়ার সাকিব ১৭ বছর টেস্ট ক্যারিয়ারে এ থেকে বাজে ভাবে খেলেছেন এক ম্যাচে। শান্ত অবস্থা খুব খারাপ লাস্ট ৯ ম্যাচের মধ্যে একটা তো সে ফিফটি করতে পারেনি। লাস্ট চার টেস্ট ম্যাচে সে শুধু ৯০ রান করতে পেরেছে। শান্ত যখন সংবাদকর্মীর কাছে বলে যে ত...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি