শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
এনএসসি নিয়ে অভিযোগের কোন শেষ নেই।
ক্রীড়ার উন্নয়নে কোন অবদান আছে কি প্রতিষ্ঠানটি এটা নিয়ে অনেক প্রশ্ন বা অভিযোগ উঠেছে। ক্রীড়া যে আয় করে সেখান থেকে অধিকাংশই কর্মচারীদের বেতনে টাকা ব্যয় হয়। এই বছর ক্রীড়া ৩০ কোটি টাকা আয় করছে কিন্তু সেখান থেকে ১২ কোটি টাকা কর্মচারীদের বেতনের জন্য অর্থ ব্যয় হয়ছে। আসিব মাহমুদ ক্রীড়ার উপদেষ্টা কাছে এনএসসি সম্পর্কে অভিযোগ আসলে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিবেন বলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment