শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
মিসরকে নরকে পরিণত করছে ইসরায়েল। শনিবার জাতিসংঘের সাধারণ পরিশোধ দেওয়া ভাষনে এমন মন্তব্য করেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লতি। প্রায় এক বছর ধরে চলমান ইসরাইলের অগ্রসরে তীব্র নিন্দা জানান তিনি। রক্তপাত বন্ধ এবং অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধের বিরোধী আহ্বান জানান বদর আব্দুল লতি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেন তিনি। একদিনে জাতিসংঘের তেলআবিব এর সমলোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাধারণ পরিশোধের ভাষন শেষে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যা দেয় তিনি। ইরানের সাথে সরাসরি যুগ হতে পারে ইসরায়েল বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং রাজনৈতিক সমাধানের পরামর্শ।