সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অন্য দেশের খবর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শীতের সকাল এবং শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে।

 শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়।  শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সর্দি ও কাশি হওয়া  ২/ গলায় কফ হওয়া  ৩/ নাক দিয়ে পানি পড়া  ৪/ হাতের চামড়া উঠে যাওয়া  ৫/ ঠোঁট ফেটে যাওয়া  ৬/ চুল কানি রোগ হওয়া  ৭/ হাত পা ব্যাথা হওয়া  এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সচেতন হওয়া  ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা  ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা

মিসরকে নরকে পরিণত করছে ইসরায়েল।

মিসরকে নরকে পরিণত করছে ইসরায়েল। শনিবার জাতিসংঘের সাধারণ পরিশোধ দেওয়া ভাষনে এমন মন্তব্য করেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লতি। প্রায় এক বছর ধরে চলমান ইসরাইলের অগ্রসরে তীব্র নিন্দা জানান তিনি। রক্তপাত বন্ধ এবং অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধের বিরোধী আহ্বান জানান বদর আব্দুল লতি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেন তিনি। একদিনে জাতিসংঘের তেলআবিব এর সমলোচনা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।  সাধারণ পরিশোধের ভাষন শেষে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যা দেয় তিনি। ইরানের সাথে সরাসরি যুগ হতে পারে ইসরায়েল বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং রাজনৈতিক সমাধানের পরামর্শ। 

লেবানিযে ভয়াবহ হামলায় দিশেহারা হাজার হাজার লেবানিযে মানুষ।

 লেবানিযে ভয়াবহ হামলায় দিশেহারা হাজার হাজার মানুষ।  স্মরণকালের ভয়াবহ হামলায় দিশেহারা হয়ে গেছে হাজার হাজার লেবানিজ এর মানুষ। কোথায় যাবেন কোথায় থাকবেন বলেন সেখানের মানুষরা। সেখানে লেবানিজ মানুষরা বলে যে হঠাৎ করে যেভাবে হামলা শুরু হয়েছে আমরা কোথায় যাবো। ইসরাইল বাহিনী নির্দেশ দিয়েছে এলাকা ছাড়ার জন্য। জীবন বাচাতে পূর্ব ও দক্ষিণ অঞ্চল থেকে সরে যাচ্ছে লেবানিজ। লেবানিজরা বলে পরিস্থিতি এতই খারাপ হয়ে গিয়েছে যে সবাই তাদের পরিবারকে নিয়ে একসাথে ঘরবাড়ি ছাড়ছে। শহরের প্রধান সড়ক গুলোতে যানজট লেগে রয়েছে এবং গ্যাস স্টেশনে অনেক জাম লেগে রয়েছে। শহরে অনেক বেশি জাম থাকায় অনেক মানুষরা পা হেটে চলে যাচ্ছে। তারা তাদের পরিবারকে নিয়ে কোথায় যাবে কোথায় থাকবে কোনো ঠিকানা নেই। এই মানুষদের কে ঠাই দিতে কয়েকটি এলাকায় সত্যাধিক আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করেছে প্রশাসন। 

হিজবুল্লাহ Fadi 1 ও Fadi 2 রকেট হামলায় জ্বলছে ইসরায়েল।

হিজবুল্লাহ রকেট হামলায় জ্বলছে ইসরায়েল। হিজবুল্লাহ তাদের রকেট হামলা করছে ইসরাইলে। রোববার তারা হামলা করে ইসরাইল। তারা যে রকেটটি দিয়ে হামলা করছে এটি হলো Fadi 1 ও Fadi 2. এটি খুব সহজে ইসরায়েলের অনেক জায়গা ধ্বংস করেছে এবং এটি খুব সহজে ও সফলভাবে আঘাত হানতে পারে 100 km দূরের টার্গেটের ও এই রকেট গুলো খুব সহজে ফাঁকি দিতে পারে পারে আকাশের প্রতিরক্ষা গুলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে এই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে সেনাবাহিনীর। লেবাননের গণমাধ্যম ও মায়াদিনে তথ্য মতে জানা গেছে যে ইসরায়েলের সামরিক ঘাঁটি গুলো হামলার জন্য দুই ধরনের রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ।  Fadi 1 রকেটটি বিস্ফোরক বহন ক্ষমতা ৮৩ কেজি, ক্যালিবার ২২০ মি.মি, দৈর্ঘ্য ৬ মিটার, এবং ধ্বংস করতে পারে ১ শ কিলোমিটার।  Fadi 1 অনেক বেশি ক্ষতিকর রকেট Fadi 2 এটির বিস্ফোরক বহন ক্ষমতা ১৭০ কেজি, ক্যালিবার ৩০২ মি.মি, দৈর্ঘ্য ৬ মিটার, ধ্বংস করতে পারে ১ শ কিলোমিটার। কিন্তু বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করতে পারে মুহূর্তে এই  Fadi 2 রকেটটি।  ...

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ১২ জন।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায়। এই হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন। যাদের মধ্যে অন্যান্য বাহিনীর কমান্ডার ১০ জন। এই হামলায় আহত অনেক লেবানিস। শীর্ষ  হিজবুল্লাহ কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। তিনি সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখার উচ্চ পদের কমান্ডার ছিলেন তিনি যানা গেছে। এছাড়াও এ হামলায় নিহত হয়েছে রেদওয়ান ফোর্সের সদস্যরাও। শুক্রবার রাজধানী দক্ষিণ অঞ্চলে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় একটি F135 যুদ্ধবিমান। আহতদের ইতিমধ্যে নেয়া হয়েছে হাসপাতালে ও এখনো সেখানে অনেকজন আটকে রয়েছে। এখন পর্যন্ত লেবাননের রাজধানীতে তৃতীয়বার অ্যাটাক করেছে ইসরায়েল।  

ভারতের মুসলিম নির্যাতন নিয়ে খামেনির মন্তব্য।

ভারতের মুসলিম নির্যাতন নিয়ে খামেনির মন্তব্য। আয়াতুল আলী খামেনি মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে ভারতের মুসলিম সংখ্যা লোকদেরকে নিয়ে যে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য। সোমবার যে ঈদে মিলাদুন্নবী হয়েছিল এখানে সব দেশের মুসলমানরা একত্রে জড়িত হয়ে যে ঈদে মিলাদুন্নবী পালন করেছিল এখানে সব উম্মার মানুষকে নিয়ে মন্তব্য করেন আয়াতুল আলী খামেনি। তিনি এক পর্যায়ে গিয়ে বলেন যে পুরো পৃথিবীতে মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে গাজা, মিয়ানমার, ভারত যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে তা আমরা কোনদিন মেনে নিতে পারি না। আমরা কোনদিন নিজেকে মুসলমান বলতে পারি না যদি না আমরা তাদের জন্য প্রতিবাদ না করি।  ভারত ও ইরানের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে বাণিজ্যিকভাবে। গত মে মাসে ইরানের চা বাহার বন্ধ ব্যবহার সংস্কারের জন্য ১০ বছরের চুক্তি করেছে ভারত। 

ট্রাম্পের গলফ ক্লাবের কাছে তাকে হত্যাচেষ্টা করে।

 ট্রাম্পের গলফ ক্লাবের কাছে তাকে হত্যাচেষ্টা করে।  ট্রাম্পকে হত্যা করার জন্য লুকিয়ে ছিল ১২ ঘন্টা যাবত তার গলফ ক্লাবের কাছে। হত্যা চেষ্টা করা লোকের নাম রায়ান রাউথ। ওখানে এক সংবাদ কর্মীর কাছ থেকে শোনা গেছি যে এজেন্টদের দ্রুত তৎপরতায় বাঁচিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট কে। ট্রাম্প নিজের গলফ ক্লাবে কাছে পৌঁছার সময় তার সিকিউরিটি গার্ড থাকায় তাকে হত্যা থেকে বাঁচিয়েছে। সিকিউরিটি গার্ড থাকায় তার দিকে অস্ত্র  নিতে পারছিল না সন্ত্রাসী। হত্যাকারীর বয়স ৫৮ বছর। সোমবার তাকে আটক করে ভিডিও করে মার্কিন পুলিশরা। জানা গেছে যে গলফ ক্লাবের ৫০ মাইল দূরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বডি ক্রেমে ধরা পড়ে সেই দৃশ্য। অস্ত্র হাতে নেওয়ার অভিযোগে তাকে আদালতে তোলা হয়। এর আগেও হামলায় ট্রাম্পের মাথায় গুলি লেগেছিল। মাত্র ২ মাস মাতায় আবারও হামলার শিকার হন তিনি। ট্রাম্পের উপর অতিরিক্ত হামলা হওয়ার কারণে তাকে আইনজীবীরা করা রক্ষার দেওয়ার জন্য বলেছেন। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি