শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
হিজবুল্লাহ রকেট হামলায় জ্বলছে ইসরায়েল।
হিজবুল্লাহ তাদের রকেট হামলা করছে ইসরাইলে। রোববার তারা হামলা করে ইসরাইল। তারা যে রকেটটি দিয়ে হামলা করছে এটি হলো Fadi 1 ও Fadi 2. এটি খুব সহজে ইসরায়েলের অনেক জায়গা ধ্বংস করেছে এবং এটি খুব সহজে ও সফলভাবে আঘাত হানতে পারে 100 km দূরের টার্গেটের ও এই রকেট গুলো খুব সহজে ফাঁকি দিতে পারে পারে আকাশের প্রতিরক্ষা গুলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে এই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে সেনাবাহিনীর। লেবাননের গণমাধ্যম ও মায়াদিনে তথ্য মতে জানা গেছে যে ইসরায়েলের সামরিক ঘাঁটি গুলো হামলার জন্য দুই ধরনের রকেট ব্যবহার করেছে হিজবুল্লাহ।
Fadi 1 রকেটটি বিস্ফোরক বহন ক্ষমতা ৮৩ কেজি, ক্যালিবার ২২০ মি.মি, দৈর্ঘ্য ৬ মিটার, এবং ধ্বংস করতে পারে ১ শ কিলোমিটার। Fadi 1 অনেক বেশি ক্ষতিকর রকেট Fadi 2 এটির বিস্ফোরক বহন ক্ষমতা ১৭০ কেজি, ক্যালিবার ৩০২ মি.মি, দৈর্ঘ্য ৬ মিটার, ধ্বংস করতে পারে ১ শ কিলোমিটার। কিন্তু বিশাল জনগোষ্ঠীকে ধ্বংস করতে পারে মুহূর্তে এই Fadi 2 রকেটটি।
হিজবুল্লাহ মোট ১৫ টি রকেট ইসরাইলে আক্রমণ করেছে। সেখান থেকে শুধু আটটি রকেটকে ধ্বংস করতে পেরেছে ইসরাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment