সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শীতের সকাল এবং শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে।

 শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়।  শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সর্দি ও কাশি হওয়া  ২/ গলায় কফ হওয়া  ৩/ নাক দিয়ে পানি পড়া  ৪/ হাতের চামড়া উঠে যাওয়া  ৫/ ঠোঁট ফেটে যাওয়া  ৬/ চুল কানি রোগ হওয়া  ৭/ হাত পা ব্যাথা হওয়া  এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সচেতন হওয়া  ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা  ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ১২ জন।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায়।

এই হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন। যাদের মধ্যে অন্যান্য বাহিনীর কমান্ডার ১০ জন।

এই হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন। যাদের মধ্যে অন্যান্য বাহিনীর কমান্ডার ১০ জন। এই হামলায় আহত অনেক লেবানিস। শীর্ষ  হিজবুল্লাহ কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। তিনি সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখার উচ্চ পদের কমান্ডার ছিলেন তিনি যানা গেছে। এছাড়াও এ হামলায় নিহত হয়েছে রেদওয়ান ফোর্সের সদস্যরাও। শুক্রবার রাজধানী দক্ষিণ অঞ্চলে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় একটি F135 যুদ্ধবিমান। আহতদের ইতিমধ্যে নেয়া হয়েছে হাসপাতালে ও এখনো সেখানে অনেকজন আটকে রয়েছে। এখন পর্যন্ত লেবাননের রাজধানীতে তৃতীয়বার অ্যাটাক করেছে ইসরায়েল।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি