শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
লেবানিযে ভয়াবহ হামলায় দিশেহারা হাজার হাজার মানুষ।

স্মরণকালের ভয়াবহ হামলায় দিশেহারা হয়ে গেছে হাজার হাজার লেবানিজ এর মানুষ। কোথায় যাবেন কোথায় থাকবেন বলেন সেখানের মানুষরা। সেখানে লেবানিজ মানুষরা বলে যে হঠাৎ করে যেভাবে হামলা শুরু হয়েছে আমরা কোথায় যাবো। ইসরাইল বাহিনী নির্দেশ দিয়েছে এলাকা ছাড়ার জন্য। জীবন বাচাতে পূর্ব ও দক্ষিণ অঞ্চল থেকে সরে যাচ্ছে লেবানিজ। লেবানিজরা বলে পরিস্থিতি এতই খারাপ হয়ে গিয়েছে যে সবাই তাদের পরিবারকে নিয়ে একসাথে ঘরবাড়ি ছাড়ছে। শহরের প্রধান সড়ক গুলোতে যানজট লেগে রয়েছে এবং গ্যাস স্টেশনে অনেক জাম লেগে রয়েছে। শহরে অনেক বেশি জাম থাকায় অনেক মানুষরা পা হেটে চলে যাচ্ছে। তারা তাদের পরিবারকে নিয়ে কোথায় যাবে কোথায় থাকবে কোনো ঠিকানা নেই। এই মানুষদের কে ঠাই দিতে কয়েকটি এলাকায় সত্যাধিক আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করেছে প্রশাসন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment