শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
খাগড়াছড়িতে সংঘর্ষ লেগে তিনজন নিহত হয়েছে।
খাগড়াছড়িতে সংঘর্ষ লেগে ৩ জন নিহত ঘটনায় শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। হাতাহাতি ঘটনায় পাহাড়ি স্থানীয় বাঙালিরা পরস্পরকে দুষছেন। জেলা প্রশাসন বলে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে ও গঠন করা হয় তদন্ত কমিটি। এই ঘটনা পাশাপাশি রাঙ্গামাটিতে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মারা যান একজন ও আহত কয়েকজন। সংঘর্ষের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে। সেখানে ও জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে। এই ঘটনাটি হয় একটি চুরি হোন্ডা কে কেন্দ্র করে। মামুন নামে এক ব্যক্তি ঘন পিটুনিতে নিহত হন। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষ হয়। যারা আহত হয়েছে তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment