শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
বাফুফে নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন।

আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে পদে লড়বেন তিনি। বিকেলে একটি রাজধানী পাঁচ তারকা হোটেলে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় তাকে। এর আগেও ২০২০ সালে বাফুফের নির্বাচনে সভাপতি পথে প্রার্থী হওয়ার জন্য জোর প্রথা চালালেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিল এ ফুটবল সংগঠক। এবার বাফুফের বর্তমানের কাজী সালাউদ্দিন সরে দাঁড়ানো ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরে সে তার প্রার্থীতা ঘোষণা করেন। তার প্রার্থীতা ঘোষণা সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ সাবেক অনেক ফুটবলাররা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment