শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
শরীরে গুলি নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা।

দিনাজপুরে ছাএ আন্দোলন আহতরা মানুষরা শরীরে গুলি নিয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন আহতরা। ওখানে অনেক মানুষের অনেক গুরুত্বর অবস্থা। অনেক মানুষ চলে গেছে কিন্তু আটজন মানুষ বাকি রয়েছে। এই আটজনের মধ্যে অনেক জনের হাতে পায়ে এবং মাথায় গুল লেগেছে। আহতারা বলে যে ডাক্তাররা ভালো করে আমাদেরকে চিকিৎসা করছে না। তারা আমাদের কাছ থেকে মাত্র একটা গুলি বের করেছে বাকিগুলো বের করেনি। ওখানে আহতত্ত্বের সাথে ডাক্তাররা বলেছে এখন এগুলো বার করা যাবে না এগুলোকে বার করতে হলে ৬ মাস বা ১ বছর সময় লাগবে। অভিযোগকারীরা এটাও বলেন যে, সরকারের কাছ থেকে আমরা প্রয়োজনীয় সেবা পাচ্ছি না।
সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার।

রাজধানী ধানমন্ডিতে সাবেক মন্ত্রী শাহজাহান খান কে গ্রেফতার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশরা ধানমন্ডি এলাকায় অভিযান চালায়। ওখানে এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশরা তাকে গ্রেফতার করার পর কোন মামলায় গ্রেফতার করেছে তা এখনো জানা যায়নি। শাহজাহান খান টানা ৮ বার সংসদ সদস্যের ভবনে নির্বাচিত হয়েছেন। ১৯৮৬ সালে প্রথমবার মতো সংসদ সদস্য হন। ২০০৯ সালে তাকে নৌ পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌ পরিবহন থাকাকালীন তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment