সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শীতের সকাল এবং শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে।

 শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়।  শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সর্দি ও কাশি হওয়া  ২/ গলায় কফ হওয়া  ৩/ নাক দিয়ে পানি পড়া  ৪/ হাতের চামড়া উঠে যাওয়া  ৫/ ঠোঁট ফেটে যাওয়া  ৬/ চুল কানি রোগ হওয়া  ৭/ হাত পা ব্যাথা হওয়া  এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সচেতন হওয়া  ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা  ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাএ লিগের নেতার হত্যার মামলায় এক আসামিকে ধরতে পেরেছে পুলিশ।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাএ লিগের নেতার হত্যার মামলায় এজাহার নামীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাএ লিগের নেতার হত্যার মামলায় এজাহার নামীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জাবির সাবেক ছাএলীগে নেতা শামীম মোল্লা হত্যা মামলায় পুলিশ সাইফুল ইসলামকে রাজধানী উত্তরা থেকে গ্রেফতার করে তাকে। সাইফুল ইসাম ঢাকা বিশ্ব বিদ্যালয় ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এর আগে এই মামলায় রায়হান নামের এক আসামিকে ধরে আদালতে পাঠয়েছিল পুলিশ।

গত ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘন পিটুনি কারণে মারা জন বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী ও শাখা ছাএ লিগের নেতা ‍শামীম মোল্লা। ১৫ জুলাই রাতে ক্যম্পাসের শিক্ষার্থীদের উপর হামলা করার অভিযোগ ছিল। হত্যা অভিযুক্ত ৮ শিক্ষার্থী শামীম বহিষ্কা করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

পুলিশ প্রশাসনে কর্মকর্তা বলেন যে শামীম মোল্লা হত্যা মামলায় একজন আসামি কে ধরতে পেরেছি। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি