শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়। শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সর্দি ও কাশি হওয়া ২/ গলায় কফ হওয়া ৩/ নাক দিয়ে পানি পড়া ৪/ হাতের চামড়া উঠে যাওয়া ৫/ ঠোঁট ফেটে যাওয়া ৬/ চুল কানি রোগ হওয়া ৭/ হাত পা ব্যাথা হওয়া এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো: ১/ সচেতন হওয়া ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা
জাতীয় কবি ৪৮ তম মৃত্যুবার্ষিক আজ।
গাজায় যুদ্ধবিরতি আলোচনা আবার ব্যর্থ।

গাজা যুদ্ধবিরোধী প্রস্তাবের পরিবর্তিত শর্ত নারাজ ইসরায়েল-হামাস। কোন চুক্তি বা সমাধান ছাড়াই শেষ কায়রোর আলোচনা।
নেদারল্যান্ডসে ব্যতিক্রমী এক উৎসব।

বার্ষিক রেডহেড দিন নেদারল্যান্ডে রাঙাকেশীদের জন্য মিলনমেলা এক উৎসব হচ্ছে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ১০ হাজার মানুষ এই উৎসবে এসেছে। এই উৎসবটি চলবে প্রায় তিন দিন। ওখানে এক লাল চুল মহিলা বলে লাল চুল মানুষ এত বেশি দেখা যায় না কিন্তু এখানে যেখানে দেখি সবখানে লাল চুল মানুষ। মহিলাটি আরো বলে যে আগে নিজের লাল চুল বলে নিজেকে একা ভাবতাম কিন্তু এখানে আসার পর আর একা লাগে না। বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে মাত্র ১ ও ২ শতাংশ হলো লাল চুল মানুষ। ইউরোপে উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে কয়েকজন লাল চুলের মানুষ দেখা যায়।
তবে পশ্চিমা দেশে লাল চুল হওয়ার কারণে ওখনো বিদ্রুপের শিকার হতে হয় অনেকে। বাট ওয়েন হর্স ২০০৫ সালে লাল চুলের মডেলের জন্য ১৫ জন মানুষকে বিজ্ঞাপন দিয়েছিল কিন্তু ওখানে প্রায় ১৫০ জন সাড়া দিয়েছে। কাউকে বাতিল করেনি সবার সঙ্গেই তিনি এই মডেলিং করেছেন। ২০১৩ সালের লাল মাথার দিনে লাল মাথা মানুষের ছবি গিনেস বুকে দিয়েছিল যেখনে প্রায় ১৬৭২ মানুষ ছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Enter your comment