সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শীতের সকাল এবং শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে।

 শীতের সকাল হলো কুয়াশা ভরা ঠান্ডা এক সকাল যেখানে চার দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানুষের জীবনে শীতের কাল হলো এক আরামদায়ক কাল। এই সময় মানুষ কাজ কাম করতে চায় না। এই শীতে কালে মানুষের মনে এক অলসতা কাজ করে। যার কারণে মানুষ কাজ কাম করতে ভালো লাগে না। এই শীতের সকালে মানুষ ঘুম থেকে উঠে আসতে চায় না। যার কারণে তারা অনেক অলস হয়ে যায় এবং বিভিন্ন রোগে আক্রাত হয়।  শীতের সময় যে যে রোগ গুলো হতে পারে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সর্দি ও কাশি হওয়া  ২/ গলায় কফ হওয়া  ৩/ নাক দিয়ে পানি পড়া  ৪/ হাতের চামড়া উঠে যাওয়া  ৫/ ঠোঁট ফেটে যাওয়া  ৬/ চুল কানি রোগ হওয়া  ৭/ হাত পা ব্যাথা হওয়া  এই ৭টি রোগ আমাদের কম বেশি সবার হয়ে থাকে। রোগ গুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করতে হবে। তা একটি তালিকা তৈরি করা হলো:  ১/ সচেতন হওয়া  ২/ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ৩/ ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করা  ৪/ সর্দি,কাশি ও চুল কানি হওয়ার মানুষ থেকে দূরে থাকুন ৫/ একজনের কাপড় অন্য জন ব্যবহার না করা

সাফ অনূর্ধ্ব - ২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও পানি ছেড়ে ভারত যে নির্যাতন চালাচ্ছে বাংলাদেশ মানুষের উপর।

 সাফ অনূর্ধ্ব - ২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

সাফ অনূর্ধ্ব - ২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

পানি ছেড়ে ভারত যে নির্যাতন চালাচ্ছে বাংলাদেশ মানুষের উপর। 

এইটিকে বন্ধ করতে হবে বলে বিনপি নেতা ডাঃ এ জে ডেম।

এইটিকে বন্ধ করতে হবে বলে বিনপি নেতা ডাঃ এ জে ডেম। তিনি এটাও বলে যে এর বিচার হবে আন্তর্জাতিক আদালতে এবং তিনি আর বলেন যে দুর্বত্তদের রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হতে হবে এবং সেনানিবাসে আশ্রয় নেয়া সবার নাম প্রকাশের দাবি বিনপি নেতাদের। বিনপি নেতা হাফিস বলে  বাংলাদেশের সাথে ভালো সম্পক করতে হলে ভারত শেখ হাসিনা কে দেশে পাঠীয়ে দিন।

কাজে যোগ দিয়েছেন চাবির উপাচার্য।

দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে মনোযোগী হবেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদের প্রতি জানান কৃতজ্ঞতা।

দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে মনোযোগী হবেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদের প্রতি জানান কৃতজ্ঞতা। ভিসি ডাঃ নিয়াজ আহমেদ খান বলেন যে ছাএরা আমাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি ভালোভাবে করার জন চেষ্টা করবেন। তিনি বলেছেন যে তিনি প্রথম যে কাজটি করতে চান তা হল বিশ্ববিদ্যালয় একাডেমির কাজটি। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার ইচ্ছা নেই বলেও জানান তিনি। বিকালে ত্রাণ ব্যবস্থা দেখতে গিয়ে তিনি বলেন ছাত্ররা যে পরিশ্রম করছে বন্যা বাসীদের ত্রাণের জন্য তাদের সাথে আমি জোরে থাকা খুবই কৃতজ্ঞতা ভোগ করছি। টিএসসিতে ঢাবির নবনিযুক্ত উপাচার্য। বিশ্ববিদ্যালয় হলে পরগনা রুম সংস্কৃতি থাকবে না এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে প্লাটফর্ম জরুরি বলেন ডিসি ডাঃ নিয়াজ আহমেদ খান। 

টিএসসিতে গনত্রাণ সংগ্রহ কার্যক্রমে।

সন্ধ্যা পর্যন্ত নগদ সংগ্রহ প্রায় সাড়ে ৪৯ লাখ টাকা। এই টাকা প্রায় ৩০ হাজার পরিবারকে খাবার হচ্ছে।

সন্ধ্যা পর্যন্ত নগদ সংগ্রহ প্রায় সাড়ে ৪৯ লাখ টাকা। এই টাকা প্রায় ৩০ হাজার পরিবারকে খাবার হচ্ছে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের সংবাদকর্মী সাকিবুল আল হাসান ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা শুনে অবাক হয়ে গেছে তারা।